'পার্টির লোকেরা চাইছেন না তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে', মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলীপ-এর
ফের একাধিক রাজনৈতিক মন্তব্য দিলীপ ঘোষ-এর। জুটমিল নিয়ে তৃণমূলের প্রতিবাদ নিয়ে তৃণমূলকেই বিঁধলেন দিলীপ। মুখ্যমন্ত্রীকে সবাই প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন, এই নিয়েও কটাক্ষ দিলীপ-এর। 'পার্টির লোকেরা চাইছেন না তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে', বললেন দিলীপ।
ফের একাধিক রাজনৈতিক মন্তব্য দিলীপ ঘোষ-এর। জুটমিল নিয়ে তৃণমূলের প্রতিবাদ নিয়ে তৃণমূলকেই বিঁধলেন দিলীপ। তৃণমূলের তরফ থেকে জুট মিল নিয়ে যে প্রতিবাদ মিছিল, এই নিয়ে দিলীপ ঘোষ প্রশ্ন তুলেছেন, ওদের মিছিল করতে ১১ বছর লাগলো কেন, জুটমিল তো অনেক আগে থেকে বন্ধ। সিপিএমের আমল থেকে বন্ধ জুটমিল সবাই মিলে আন্দোলন করে বন্ধ করেছে। তবে এতদিন পরে এই মিছিল কেন, প্রশ্ন তুলেছেন দিলীপ। অন্যদিকে, তৃণমূলের নেতা মন্ত্রীদের মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রধানমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান, এই টুইট প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এটা আসলে করানো হচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা ছাড়ছেন না। দিলীপ ঘোষ আরও বলেন 'পার্টির লোকেরা চাইছেন না তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে' তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতেই এমনটা করা হচ্ছে বলে দাবি তাঁর। অমিত শাহর সফর নিয়ে দিলীপ ঘোষ বলেন, আরো অনেকেই এখানে আসবেন, জুন মাসে জেপি নাড্ডাও আসতে পারেন এখানে। কেন্দ্রীয় নেতারা বাংলায় এসে গাইড করবেন বলেই জানিয়েছেন দিলীপ ঘোষ।