মহিলার পচা গলা দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য
বাঙ্গুর -এ থেকে মহিলার পচা গলা দেহ উদ্ধার। খুন বলেই প্রাথমিক অনুমান পুলিশের। লুটপাটের জন্যই খুন বলে অনুমান পুলিশের। মৃত মহিলার নাম দীপা মুখোপাধ্যায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত শুরু লেকটাউন থানার পুলিশ। সেই সঙ্গেই তদন্ত করছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশও। মৃতার ছেলেরও অনুমান লুটপাটের জন্যই খুন। ঘরের সমস্ত জিনিসই প্রাই চুরি গিয়েছে বলে তাঁর দাবি।
বাঙ্গুর -এ থেকে মহিলার পচা গলা দেহ উদ্ধার। খুন বলেই প্রাথমিক অনুমান পুলিশের। লুটপাটের জন্যই খুন বলে অনুমান পুলিশের। মৃত মহিলার নাম দীপা মুখোপাধ্যায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত শুরু লেকটাউন থানার পুলিশ। সেই সঙ্গেই তদন্ত করছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশও। মৃতার ছেলেরও অনুমান লুটপাটের জন্যই খুন। ঘরের সমস্ত জিনিসই প্রাই চুরি গিয়েছে বলে তাঁর দাবি।