আবারও ভুয়ো কলসেন্টারের হদিশ, সিআইডি-র জালে পাঁচ

ভুয়ো  ইন্টারন্যাশনাল কলসেন্টার খুলে প্রতারণা করা হতো . সূত্র মারফত খবর পেয়ে সিআইডি আধিকারিকরা হানা দেয় সল্টলেক সেক্টর ফাইভের মারলিন ইনফিনিটি বিল্ডিং এ, হানা দিয়ে পাঁচ জনকে গ্রেফতার করে 

/ Updated: Sep 17 2022, 10:38 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভুয়ো ইন্টারন্যাশনাল কলসেন্টার খুলে প্রতারণা করা হতো | সূত্র মারফত খবর পেয়ে সিআইডি আধিকারিকরা হানা দেয় |  সিআইডি হানা দেয় সল্টলেক সেক্টর ফাইভের মারলিন ইনফিনিটি বিল্ডিং এ | সিআইডি আধিকারিকরা দীর্ঘক্ষন ধরে তাদের জিজ্ঞাসাবাদ করে | বৈধ কাগজপত্র দেখাতে না পারলে তারা কলসেন্টার থেকে  পাঁচ জনকে গ্রেফতার করে | সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে হার্ডডিস্ক, প্রতারিত বিদেশি নাগরিকদের নামের তালিকা, বেশকিছু আইফোন | এই চক্রের  মূল পান্ডা শাহরুখ মোহাম্মদকেও গ্রেপ্তার করেছে সিআইডি