আবারও ভুয়ো কলসেন্টারের হদিশ, সিআইডি-র জালে পাঁচ

ভুয়ো  ইন্টারন্যাশনাল কলসেন্টার খুলে প্রতারণা করা হতো . সূত্র মারফত খবর পেয়ে সিআইডি আধিকারিকরা হানা দেয় সল্টলেক সেক্টর ফাইভের মারলিন ইনফিনিটি বিল্ডিং এ, হানা দিয়ে পাঁচ জনকে গ্রেফতার করে 

Share this Video

ভুয়ো ইন্টারন্যাশনাল কলসেন্টার খুলে প্রতারণা করা হতো | সূত্র মারফত খবর পেয়ে সিআইডি আধিকারিকরা হানা দেয় | সিআইডি হানা দেয় সল্টলেক সেক্টর ফাইভের মারলিন ইনফিনিটি বিল্ডিং এ | সিআইডি আধিকারিকরা দীর্ঘক্ষন ধরে তাদের জিজ্ঞাসাবাদ করে | বৈধ কাগজপত্র দেখাতে না পারলে তারা কলসেন্টার থেকে পাঁচ জনকে গ্রেফতার করে | সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে হার্ডডিস্ক, প্রতারিত বিদেশি নাগরিকদের নামের তালিকা, বেশকিছু আইফোন | এই চক্রের মূল পান্ডা শাহরুখ মোহাম্মদকেও গ্রেপ্তার করেছে সিআইডি

Related Video