ওয়াটগঞ্জে গঙ্গার ধারে গলা কাটা দেহ উদ্ধার

 ওয়াটগঞ্জে গঙ্গার ধারে গলা কাটা দেহ উদ্ধার করে পুলিশ। খিদিরপুর ওয়াট গঞ্জে মৃতদেহটি প্রথমে দেখে স্থানীয়রা। মৃতদেহের মুখের কাছে জখমের ধরণ  দেখে 'খুন' বলে দাবি করেন বন্দর এলাকার এক রাজনৈতিক ব্যক্তিত্ব  রাকেশ সিং। তিনি এই ঘটনার তদন্ত দাবি করেছেন।  

Share this Video

 ওয়াটগঞ্জে গঙ্গার ধারে গলা কাটা দেহ উদ্ধার করে পুলিশ। খিদিরপুর ওয়াটগঞ্জে মৃতদেহটি প্রথমে দেখে স্থানীয়রা। মৃতদেহের মুখের কাছে জখমের ধরণ দেখে 'খুন' বলে দাবি করেন বন্দর এলাকার এক রাজনৈতিক ব্যক্তিত্ব রাকেশ সিং। তিনি এই ঘটনার তদন্ত দাবি করেছেন। কেন কী কারণে এমন ভয়াবহ ঘটনা ঘটল তা জানতে খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় মারফত খবর পেয়েই ওয়াটগঞ্জে ওই এলাকায় পৌছয় পুলিশ। গঙ্গার ধারে কাদা মাখা ওই গলা কাটা দেহটি উদ্ধারের সঙ্গে সঙ্গে চারিপাশে আরও তল্লাশি চালানো হয়। সেজন্য জলযানও নামানো হয়। মৃত ওই ব্যক্তির পকেটে একটি ফোন পাওয়া গিয়েছে। এরপরেই ঘটনাস্থলে একটি মহিলার জুতোও উদ্ধার হয়েছে। যদিও মৃত ওই ব্যক্তির কোনও পরিচয় জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় থানার পুলিশ।

Related Video