'ব্যাঁকা', 'ন্যাকা' বলে আক্রমণ, মমতার ভাষা প্রয়োগ নিয়ে প্রশ্ন, দেখুন ভিডিও

  • রাজ্যপালকে নিশানা মুখ্যমন্ত্রীর
  • ব্যাঁকা, ন্যাকা বলে কটাক্ষ
  • মমতার নিশানায় রাজ্যপাল জগদীপ ধনখড়
/ Updated: Dec 24 2019, 09:21 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

 নাগরিকত্ব আইন নিয়ে মাঝে কয়েকদিন বেলাগাম তাণ্ডব চলেছিল রাজ্যের প্রায় সর্বত্র। তা নিয়ে রাজ্য প্রশাসনের কড়া সমালোচনা করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এর পর বাংলা শান্ত হলেও দিল্লি, উত্তরপ্রদেশ, কর্ণাটকে সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। উত্তরপ্রদেশে পুলিশের গুলিতে অন্তত ষোলজনের মৃত্যু হয়েছে বলে এ দিন দাবি করেন মমতা। উত্তরপ্রদেশে তৃণমূলের প্রতিনিধি দল গেলেও লখনৌ বিমানবন্দরেই তাদের আটকে দেওয়া হয়। অন্যদিকে সোমবারই কলকাতায় এসে মিছিল করে যান বিজেপি-র কার্যকরী সভাপতি জে পি নাড্ডা। মুখ্যমন্ত্রী এ দিন দাবি করেন, চাইলেই রাজ্য সরকারও এক সেকেন্ডে বিজেপি নেতাদের আটকে দিতে পারত। কিন্তু তাঁরা তা করেননি। এই প্রসঙ্গেই নাম না করে রাজ্যপালকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, 'আমাদের এখানে আমরা এসব করতে দিই না। এখানে একটা ব্যাঁকা মানুষ আছে। তার থেকে বেশি আমি বলতে চাই না। ব্যাঁকাদেরও আমরা সম্মান করি। ব্যাঁকা এবং ন্যাকা। রোজ বলবে রাজ্যের অবস্থা খারাপ। আমি বলি আগে ইউপি দ্যাখ, তাকা আগে ইউপি-র দিকে। তাকা আগে দিল্লির দিকে। তাকা আগে ব্যাঙ্গালোরের দিকে।'