তরুণীর সঙ্গে মদন মিত্র-র ঘনিষ্ট ছবি ভাইরাল, লাইভে মুখ খুললেন খোদ তরুণী
সদ্যই মদন মিত্র-র একটি ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়। তরুণীর সঙ্গে মদন মিত্র-র ঘনিষ্ট সেই ছবি ঘিরে শুরু হয় চর্চা। কবে এই ছবি তোলা হয় বা কোথায় তোলা, তা জানা যায়নি।
সদ্যই মদন মিত্র-র একটি ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়। তরুণীর সঙ্গে মদন মিত্র-র ঘনিষ্ট সেই ছবি ঘিরে শুরু হয় চর্চা। কবে এই ছবি তোলা হয় বা কোথায় তোলা, তা জানা যায়নি। ছবির দুই তরুণীর মধ্যেই একজন অন্বেষা ঘোষ। এই ছবি নিয়েই এবার মুখ খুললেন খোদ অন্বেষা । সোশ্যাল মিডিয়ায় তিনি একটি লাইভ ভিডিও করেন। 'মদন মিত্রকে বদনাম করার জন্যই এই সব করা হচ্ছে'। লাইভে এসে এমনটাই বললেন তরুণী। মদন মিত্র-র ভক্ত এই তরুণী, তাই তাঁর সঙ্গে ছবি তুলেছেন। নিজেই তিনি লাইভে জানালেন সেকথা। প্রসঙ্গত, সম্প্রতি মদন মিত্র-র একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানে দুই তরুণীকে জাপটে ধরে থাকতে দেখা যায় মদন মিত্রকে। এই দুই তরুণীর মধ্যেই একজন অন্বেষা ঘোষ। তিনি ফেসবুক অ্যাকাউন্টে মদন মিত্র-র সঙ্গে তাঁর এবং অন্য এক তরুণীর ঘনিষ্ট ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে 'ও লাভলি' লিখে মদন মিত্র-কে লাভ সাইন এবং হাসির ইমোজি দিয়ে ট্যাগও করেন। এরপরেই এই ছবি নিয়ে শুরু হয় বিতর্ক। এই ছবি নিয়েই এবার মুখ খুললেন খোদ তরুণী।