শোল মাছের ভোগ বিশেষত্ব শোভাবাজার লাল মন্দিরের

উত্তর কলকাতা শোভাবাজারে  চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে রাস্তার উপরেই লাল মন্দির নামে খ্যাত এটি পুটিয়া কালী মন্দির।  প্রায় ২০০ বছর আগে যোগী অমরকৃষ্ণ চক্রবর্তী স্বপ্নাদেশ পাওয়ার পর শোভাবাজার রাজবাড়ীর পুকুর থেকে একটি ১০ ইঞ্চি কালী মূর্তি কুড়িয়ে পান।

/ Updated: Oct 28 2019, 03:30 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

উত্তর কলকাতা শোভাবাজারে  চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে রাস্তার উপরেই লাল মন্দির নামে খ্যাত এটি পুটিয়া কালী মন্দির।  প্রায় ২০০ বছর আগে যোগী অমরকৃষ্ণ চক্রবর্তী স্বপ্নাদেশ পাওয়ার পর শোভাবাজার রাজবাড়ীর পুকুর থেকে একটি ১০ ইঞ্চি কালী মূর্তি কুড়িয়ে পান। যোগমায়া রূপে এখানে পুটিয়া কালী পুজো হয়।  শোল মাছ দিয়ে ভোগ দেওয়াই এখানকার রীতি। কালী পুজো ঘিরে প্রতিবারই ভিড় জমে এই মন্দিরে।