নির্বাচন পরিস্থিতি খতিয়ে দেখাতে ফের রাজ্যে সুদীপ জৈন

  • হাতে আর কয়েক মাসের অপেক্ষা
  • রাজ্যে শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন
  • জোর কদমে শুরু হয়েছে এখন তারই প্রস্তুতি
  • সেই সমস্ত খতিয়ে দেখতেই রাজ্যে ফের সুদীপ জৈন
  • জেলার ডি এম ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক তাঁর
     

Share this Video

হাতে আর মাত্র কটা মাসের অপেক্ষা আর তার পরেই ভোট। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোটের প্রস্তুতি। জোর কদমে চলছে এখন ভোটের প্রস্তুতি। সেই সমস্ত খতিয়ে দেখতেই রাজ্যে ফের এলেন উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন। গত মাসেও তিনি এসেছিলেন বাংলায়। এবার তিনি আরও এখবার এলেন বাংলায়। সকাল ১০ টা ৩০ মিনিট থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত চলবে বৈঠক। জেলার ডি এম ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক তাঁর। সুস্ঠভাবে ভোটের জন্যই তিনি এই বৈঠক করছেন বলে জানা গিয়েছে।

Related Video