১৫০ ঘণ্টা পেরিয়ে গিয়েও অনশনে ১৮ শিক্ষক-শিক্ষিকা
- বেতন বৈষম্য দূর করতে আন্দোলনে নেমেছেন কয়েক হাজার শিক্ষক
- উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আন্দোলন চলছে
- সাত দিন ধরে অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছেন ১৮ শিক্ষক-শিক্ষিকা
- এঁদের সকলেরই দাবি বেতন বৈষম্য দূর করার দাবি মমতার সরকারকে মেনে নিতে হবে
দাবি পূরণ না হলে অনশন আন্দোলন থেকে পিছু হঠার কোনও জায়গা নেই। এমনই জানিয়ে দিল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তাঁরা স্পষ্টত জানিয়ে দিয়েছে অনশন আন্দোলন চলবে। ইতিমধ্যেই ১৫০ ঘণ্টা েপেরিয়ে গিয়েছে এই আমরণ অনশন আন্দোলন। ১৮ শিক্ষক-শিক্ষিকা এই অনশন আন্দোলন করছেন। এছাড়াও হাজার হাজার শিক্ষক-শিক্ষিকা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। দিন-রাত ধরে চলছে এই আন্দোলন। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবিলম্বে আন্দোলনকারীদের সঙ্গে বসে দাবি-দাওয়া পূরণের ঘোষণা করুন, এমনটাই দাবি উঠেছে অনশন মঞ্চ থেকে। প্রাথমিক শিক্ষককতায় যোগ্যতা মান বাড়ানো হলেও বেতন বাড়ানো হয়নি প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের। অন্যান্য রাজ্যে এই বেতন গ্রেড-পে অনুযায়ী করা হলেও পশ্চিমবঙ্গ তা প্রযোজ্য হয়নি।