জাতীয় গ্রন্থাগারেও ডেঙ্গুর বিপদ, ক্ষুব্ধ পুরকর্তারা, দেখুন ভিডিও
- জাতীয় গ্রন্থাগারে পুরসভার অভিযান
- গ্রন্থাগারের ভিতের জমা জলে মশার বংশবিস্তার
পুরসভা বছরভর প্রচার করছে। কিন্তু তাতে সাধারণ মানুষ তো বটেই, সরকারি প্রতিষ্ঠানগুলিরও হুঁশ ফিরছে না। এ দিন আলিপুরের জাতীয় গ্রন্থাগারে পুরসভার অভিযানে আবারও সেই প্রমাণ মিলল। এ দিন জাতীয় গ্রন্থাগারে পৌঁছন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। জাতীয় গ্রন্থাগারের মধ্যেই জমা জলে মশার লার্ভা দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। গ্রন্থাগার কর্তৃপক্ষকে তিনি অনুরোধ করেন, যাতে অবিলম্বে জমা জল পরিষ্কার করে দেওয়া হয়।
অতীনবাবু পরে বলেন, জাতীয় গ্রন্থাগারের সংরক্ষিত প্রতিষ্ঠানগুলির ভিতরে ঢুকতে পারেন না পুরকর্মীরা। ফলে, তার ভিতরে জল জমে মশার বংশবৃদ্ধি হচ্ছে কি না, তা বোঝার উপায় থাকে না। তবে এবার থেকে যাতে জল না জমে, সে বিষয়ে তারা নজর রাখবেন বলে পুরকর্তাদের আশ্বস্ত করেছেন জাতীয় গ্রন্থাগার কর্তৃপক্ষ।