পুজোর আগে সুখবর, আবার খুলে গেল ইকোপার্ক

  • পুজোর আগে আবারও খুলে গেল নিউটাউনের ইকোপার্ক
  • দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর খুললো ইকোপার্ক
  • করোনা বিধি মেনেই খোলা হয়েছে এই পার্কটি
  • এক নজরে দেখে নিন সেই ভিডিও

Share this Video

সামনেই পুজো আর তার আগেই খুলে গেল ইকোপার্ক। দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর খুলল নিউটাউনের ইকো পার্ক। সমস্ত সরকারি নিয়ম বিধি মেনেই খোলা হয়েছে এই পার্কটি। খোলার আগে সমগ্র পার্ক স্যানিটাইজ করা হয়েছে। পার্কে ঢোকার আগে করা হচ্ছে থার্মাল চেকিং। এছাড়াও স্যানিটাইজারেরও ব্যবস্থা রাখা হয়েছে সেখানে। এখনও পার্কে তেমন ভিড় হচ্ছে না। তবে সেখানকার কর্মীরা আশা করছেন পুজোর আগে ভালোই ভিড় হবে।

Related Video