Asianet News BanglaAsianet News Bangla

আংশিক লকডাউনের প্রভাব মদের দোকানে, উপচে পড়া ভিড় সুরা প্রেমীদের

  • শুক্রবার রাতে আংশিক লকডাউন ঘোষণা হয়েছে রাজ্যে
  • করোনা পরিস্থিতির কথা ভেবেই এই সিদ্ধান্ত রাজ্যের
  • আংশিক লকডাউন ঘোষণা হতেই মদের দোকানে লাইন
  • সুরা প্রেমীদের ভিড় ছিল দেখবার মতন
  • আবারও মনে করিয়ে দিল ২০২০ লকডাউনের সেই ছবি
May 1, 2021, 2:04 PM IST

আংশিক লকডাউন ঘোষণা হতেই লম্বা লাইন মদের দোকানে। পরিস্থিতি সামাল দিতে পথে নামলো পুলিশ। বিধাননগরের একাধিক মদের দোকানে সন্ধ্যা থেকেই লাইন। সোশ্যাল ডিসটেন্সকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে লাইনে দাড়ায় একাধিক মানুষ। লাইনে সোশ্যাল ডিসটেন্স বজায় রাখতে এবং বিশৃঙ্খলা এড়াতে হানা দেয় বিধাননগর পুলিশ।

Video Top Stories