Asianet News BanglaAsianet News Bangla

পারদ নামবে ১৬ এর নিচে, আসছে ঠান্ডা কাঁপুনি

Dec 2, 2019, 6:22 PM IST

ডিসেম্বর মাস পড়ে গেলেও ঠান্ডা পড়ছিল না। অবশেষে সেই বহু প্রতিক্ষিত ঠান্ডা এবার নামতে চলেছে খুব দ্রুত। আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্য়োপাধ্য়ায় জানালেন, আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্য়ে শহর কলকাতায় রাতের তাপমাত্রা নামবে ১৬ ডিগ্রিতে। ৩ দিন বজায় থাকবে ঠান্ডা তারপর তাপমাত্রা আবার বাড়বে। তবে একটানা ঠান্ডা  পড়বে এখন কলকাতা তে। এবার সর্বনিম্ন তাপমাত্রা একটু বেশি থাকবে । শীতের ৩ মাস অন্য বারের থেকে তাপমাত্রা বেশি থাকবে। প্রতি বছর সমান ঠান্ডা হয়না , এবছর পশ্চিমি ঝঞ্জার জন্য শীত বাধা পাচ্ছে। উত্তর পশ্চিমের ঠান্ডা বাতাসের জোর এবছরের অনেক কম।
 

Video Top Stories