৩১৬ বছরে ঠনঠনিয়া কালীবাড়ির পুজো, দেখুন ভিডিও
উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ির পুজো এবছর ৩১৬ বছরে পা দিল। ঐতিহ্য প্রাচীন এই মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড়। সাধক শংকর ঘোষের ঘোষের প্রতিষ্ঠিত এই পূজা এখন পরিবারের অষ্টম পুরুষ পরিচালনা করছে। এখানে সিদ্ধেশ্বরী কালীকে পূজা করা হয়।
উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ির পুজো এবছর ৩১৬ বছরে পা দিল। ঐতিহ্য প্রাচীন এই মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড়। সাধক শংকর ঘোষের ঘোষের প্রতিষ্ঠিত এই পূজা এখন পরিবারের অষ্টম পুরুষ পরিচালনা করছে। এখানে সিদ্ধেশ্বরী কালীকে পূজা করা হয়। কথিত আছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঝামাপুকুরে থাকাকালীন, এখানে অসুস্থ কেশব সেনের জন্য ডাব-চিনি দিয়ে মানত করেন। সেই থেকে ডাব-চিনি দিয়ে পুজো করাটা এখানে এক বিশেষ রীতি। সারা বছর আমিষ ভোগ হলেও ফলহারিণী রাতে মাকে নিরামিষ ভোগ উৎসর্গ করা হয়।