আরও বিপাকে তৃণমূল সাংসদরা, এবার সিবিআই দফতরে প্রসূন, দেখুন ভিডিও

  • সিবিআই দফতরে হাজিরা দিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়
  • নারদা কাণ্ডে অভিযুক্ত তৃণমূল সাংসদ

/ Updated: Aug 31 2019, 02:20 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নারদ কাণ্ডে সিবিআই দফতরে হাজিরা দিলেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। এ দিন সকালেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দেন তিনি। এ দিনই নারদ স্টিং অপারেশনে পাওয়া ভিডিও ফুটেজের সঙ্গে মিলিয়ে দেখার জন্য তৃণমূল সাংসদের গলার স্বরের নমুনা সংগ্রহ করা হতে পারে বলে সূত্রের খবর। 

গত বৃহস্পতিবারই তিন তৃণমূল সাংসদ সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করার জন্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে অনুমতি চেয়েছে সিবিআই। ২০১৬ সালে বিধানসভা ভোটের আগে প্রকাশ্যে এসেছিল নারদা স্টিং অপারেশনের ভিডিও ফুটেজ। সেখানে টাকা নিতে দেখা গিয়েছিল তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রীদের। শুক্রবারই দিল্লিতে নারদা স্টিং অপারেশন নিয়ে ব্যবসায়ী কে ডে সিং এবং ম্যাথু স্য়ামুয়েলকে জেরা করা হয়েছে। তার আগে বুধবার বিজেপি নেতা মুকুল রায়কেও জেরা করা হয়।