শরৎ বোস রোডে অত্যাধুনিক সেফহোম, উদ্বোধন করলেন তৃণমূলের নেতা মন্ত্রীরা

  • শরৎ বোস রোডে উদ্বোধন হল অত্যাধুনিক সেফ হোম
  • মোট ৫০ টি বেড রয়েছে সেফ হোমটিতে
  • 'কগনাট' সংগঠন এবং সরকারি উদ্যোগে তৈরি হয়েছে সেফ হোমটি
  • করোনা রোগীদের জন্য এখানে থাকছে বিশেষ ব্যবস্থা
     

/ Updated: Jun 04 2021, 04:10 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শরৎ বোস রোডে উদ্বোধন হল অত্যাধুনিক সেফ হোম। মোট ৫০ টি বেড রয়েছে সেফ হোমটিতে। 'কগনাট' সংগঠন এবং সরকারি উদ্যোগে তৈরি হয়েছে সেফ হোমটি। এখানে ২৪*৭ মিলবে ডাক্তার এবং নার্স পরিষেবা। এছাড়াও করোনা রোগীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। এমনটাই জানাচ্ছেন সেফ হোমটির মূল উদ্যোক্তা দেবিপ্রিয়া গুহ। দক্ষিণ কলকাতার একটি স্কুলে তৈরি হয়েছে সেফ হোমটি। সেফ হোমটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা। উপস্থিত ছিলেন শিশুমঙ্গল হাসপাতালের সেক্রেটরি। এছাড়াও ছিলেন বিধায়ক দেবাশিস কুমার, চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে উপস্থিত ছিলেন সুব্রত মুখোপাধ্যায়ও।