আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অকথ্য ভাষায় গালিগালাজ, ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়

আলিয়া বিশ্ববিদ্যালয়ে টিএমসিপি নেতাদের তাণ্ডব। 'দুটো গালে চড়িয়ে দেব, আলিয়াকে শেষ করে দিয়েছিস তুই', বিশ্ববিদ্যালয়ে অকথ্য ভাষায় গালিগালাজ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অকথ্য ভাষায় গালিগালাজ। পাঁচ পড়ুয়ার পিএইচডি-তে সুযোগ পাওয়া নিয়ে ঝামেলার শুরু।

Share this Video

আলিয়া বিশ্ববিদ্যালয়ে টিএমসিপি নেতাদের তাণ্ডব। 'দুটো গালে চড়িয়ে দেব, আলিয়াকে শেষ করে দিয়েছিস তুই', বিশ্ববিদ্যালয়ের মধ্যেই অকথ্য ভাষায় গালিগালাজ উপাচার্যকে। অন্যদিকে উপাচার্যকে দেখা যায় তিনি মুখে হাত দিয়ে বসে আছেন। উপাচার্যকে ঘিরে ধরে রীতিমতন তাণ্ডব চলে সেখানে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায়। পাঁচ পড়ুয়ার পিএইচডি-তে সুযোগ পাওয়া নিয়ে ঝামেলার শুরু বলে জানা গিয়েছে। দুর্নীতির অভিযোগও রয়েছে উপাচার্যর বিরুদ্ধে। সেই অভিযোগেই উপাচার্যের সঙ্গে এমন আচরণ বলে জানা গিয়েছে। ঘটনার মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়। আলি বিশ্ববিদ্যালয়ের এমন ভিডিও সামনে আসতেই উঠছে শিক্ষাক্ষেত্রের পরিবেশ নিয়ে প্রশ্ন। একটা শিক্ষাক্ষেত্রে এমন ঘটনা নিয়ে উঠছে নানান প্রশ্ন। উপাচার্যের ঘরে ঢুকে যে যুবক এমন শাসানি দিয়েছে, জানাগিয়েছে সে এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। একজন প্রাক্তন পড়ুয়ার উপাচার্যের সঙ্গে এমন আচরণ নিয়ে উঠেছে নিন্দার ঝড়। 

Related Video