আগামীকালই দক্ষিণবঙ্গে পা রাখতে চলেছে বর্ষা

কলকাতায় আকাশে আজও মুখ ভার। শনিবার সকাল থেকেই মেঘলা আকাশ আর সারাদিন ধরে বৃষ্টি | যার প্রভাবে তাপমাত্রার পারদ নেমে আবহাওয়া হয়ে উঠেছে মনোরম। শনিবার কলকাতার তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। 
 

/ Updated: Jun 18 2022, 10:10 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কলকাতায় আকাশে আজও মুখ ভার। শনিবার সকাল থেকেই মেঘলা আকাশ আর সারাদিন ধরে বৃষ্টি | যার প্রভাবে তাপমাত্রার পারদ নেমে আবহাওয়া হয়ে উঠেছে মনোরম। শনিবার কলকাতার তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। আগামীকালই দক্ষিণবঙ্গে পা রাখতে চলেছে বর্ষা। আজ সকাল থেকে রাজ্য জুড়ে বজ্রপাতের সঙ্গে হালকা ও মাজারি বৃষ্টিপাত । কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হয়েই চলেছে ।অন্যদিকে, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গ-সহ বেশ কয়েকটি জেলায় আগামী ৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পঙে অতি ভারী বর্ষণের ফলে ধস নামার সতর্কতা জারি করা হয়েছে।