এখনও চলবে বৃষ্টি, জানাচ্ছে আবহাওয়া দফতর

বুধবারও শহরের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে। হালকা-মাঝারি বৃষ্টি বৃহস্পতিবার অবধি চলার সম্ভাবনা। ইতিমধ্য়েই ঝড়-বৃষ্টির কারণে স্বস্তি মিলছে অনেকটাই। একধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদও।
 

/ Updated: May 04 2022, 08:31 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বুধবারও শহরের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে। হালকা-মাঝারি বৃষ্টি বৃহস্পতিবার অবধি চলার সম্ভাবনা। ইতিমধ্য়েই ঝড়-বৃষ্টির কারণে স্বস্তি মিলছে অনেকটাই। একধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদও। ৫ মে পর্যন্ত শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা নেই। ৫ মে-র পরে ঘূর্ণাবর্তের জেরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্তের জেরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে। বুধবারও শহরের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, হালকা-মাঝারি বৃষ্টি বৃহস্পতিবার অবধি চলবে। ইতিমধ্য়েই ঝড়-বৃষ্টিতে স্বস্তিতে সারা বাংলা। কেটেছে গুমোট ভাব। হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়েই রবিবার সন্ধ্যে থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় কালবৈশাখীর দেখা পাওয়া যায়। সঙ্গে আসে স্বস্তির বৃষ্টি। পাল্লা দিয়ে একধাক্কায় নামে তাপমাত্রার পারদ। তবে কালবৈশাখীর ইনিংস এখানেই শেষ নয়। বরং বৃষ্টির আরও পূর্বভাস রয়েছে কলকাতা এবং সংলগ্ন জেলাতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা এদিনও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।বুধবার এই মুহূর্তে সকাল সাড়ে ৯টায় শহরের তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়ার্স। যার ঝড়-বৃষ্টি আগে মূলত ৩০ উপরেই চলাফেরা করত।