ধর্মঘটের সমর্থনে রাস্তা আটকে ফুটবল খেলল বামফ্রন্টের যুব কর্মীরা
কৃষি বিল (Farm bill) বাতিলের দাবিতে এবং শ্রম কোড বাতিলেরও দাবি সিপিএম-এর ধর্মঘট (CPM)। কেন্দ্র সরকারের বিরুদ্ধে সোমবার দেশব্যাপী ধর্মঘট চলছে তাদের। সোমবার সকাল থেকেই যাদবপুরের রাস্তায় সিপিএম-এর মিছিল (Strike)। যাদবপুরের ৮ বি থেকে শুরু হয় মিছিল। যাদবপুর ৮বি থেকে শুরু করে গোটা এলাকা ঘুরে চলে মিছিল। যাদবপুরে রাস্তা আটকে বামফ্রন্টের যুব কর্মীদের ধর্মঘটের সমর্থনে ফুটবল খেলতে দেখা গেল।
কৃষি বিল (Farm bill) বাতিলের দাবিতে এবং শ্রম কোড বাতিলেরও দাবি সিপিএম-এর ধর্মঘট (CPM)। কেন্দ্র সরকারের বিরুদ্ধে সোমবার দেশব্যাপী ধর্মঘট চলছে তাদের। সোমবার সকাল থেকেই যাদবপুরের রাস্তায় সিপিএম-এর মিছিল (Strike)। যাদবপুরের ৮ বি থেকে শুরু হয় মিছিল। যাদবপুর ৮বি থেকে শুরু করে গোটা এলাকা ঘুরে চলে মিছিল। যাদবপুরে রাস্তা আটকে বামফ্রন্টের যুব কর্মীদের ধর্মঘটের সমর্থনে ফুটবল খেলতে দেখা গেল।