ধর্মঘটের সমর্থনে রাস্তা আটকে ফুটবল খেলল বামফ্রন্টের যুব কর্মীরা

কৃষি বিল (Farm bill) বাতিলের দাবিতে এবং শ্রম কোড বাতিলেরও দাবি সিপিএম-এর ধর্মঘট (CPM)। কেন্দ্র সরকারের বিরুদ্ধে সোমবার দেশব্যাপী ধর্মঘট চলছে তাদের। সোমবার সকাল থেকেই যাদবপুরের রাস্তায় সিপিএম-এর মিছিল (Strike)। যাদবপুরের ৮ বি থেকে শুরু হয় মিছিল। যাদবপুর ৮বি থেকে শুরু করে গোটা এলাকা ঘুরে চলে মিছিল। যাদবপুরে রাস্তা আটকে বামফ্রন্টের যুব কর্মীদের ধর্মঘটের সমর্থনে ফুটবল খেলতে দেখা গেল। 

/ Updated: Sep 27 2021, 12:52 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কৃষি বিল (Farm bill) বাতিলের দাবিতে এবং শ্রম কোড বাতিলেরও দাবি সিপিএম-এর ধর্মঘট (CPM)। কেন্দ্র সরকারের বিরুদ্ধে সোমবার দেশব্যাপী ধর্মঘট চলছে তাদের। সোমবার সকাল থেকেই যাদবপুরের রাস্তায় সিপিএম-এর মিছিল (Strike)। যাদবপুরের ৮ বি থেকে শুরু হয় মিছিল। যাদবপুর ৮বি থেকে শুরু করে গোটা এলাকা ঘুরে চলে মিছিল। যাদবপুরে রাস্তা আটকে বামফ্রন্টের যুব কর্মীদের ধর্মঘটের সমর্থনে ফুটবল খেলতে দেখা গেল।