ঘরোয়া উপায়ে পান ঝকঝকে সাদা দাঁত, মাথায় রাখুন ৫ উপায়

সাদা ঝকঝকে সুন্দর দাঁত কে না চায়। তবে চাইলেও অনেক সময়েই পাওয়া যায়না। তবে বেশ কিছু উপায়ে সাদা ঝকঝকে দাঁত পাওয়া সম্ভব। এমনই সাদা সুন্দর দাঁত পেতে মেনে চলুন ঘরোয়া টোটকা।

Share this Video

সাদা ঝকঝকে সুন্দর দাঁত কে না চায়। তবে চাইলেও অনেক সময়েই পাওয়া যায়না। তবে বেশ কিছু উপায়ে সাদা ঝকঝকে দাঁত পাওয়া সম্ভব। এমনই সাদা সুন্দর দাঁত পেতে মেনে চলুন ঘরোয়া টোটকা। ঘরোয়া কিছু উপায়ে পেতে পারেন সাদা দাঁত। অনেকেই মনে করেন হলুদ খেলে দাঁতে ছোপ পড়ে যাবে। সাদা দাঁত পেতে ব্যবহার করুন হলুদ। টুথপেস্টের সঙ্গে হলুদ গুড়ো মিশিয়ে ব্যবহার করুন, ভালো ফল পাবেন। স্ট্রবেরি এবং বেকিং সোডা মিশিয়ে ব্যবহার করুন তারপরে দাঁত মেজে নিন, হাতেনাতে মিলবে ফল। দাঁতে ভালো করে কমলা লেবুর খোসার ভিতরের অংশটা ঘষুন। এরপর ভালো করে দাঁতটা মেজে নিন। নারকেল তেল দিয়ে প্রতিদিন ৫-১৫ মিনিট অয়েল পুলিং করতে পারেন, এতে ভালো ফল পাবেন। কলা ছাড়িয়ে খোসাটা বের করে নিন, খোসা দিয়ে দাঁত ভালো করে ঘষুন, এতে দাঁত সাদা হয়। 

Related Video