২ বছর পর 'অফলাইন জামাইষষ্টী', কেমন যাচ্ছে বাজারদর

জামাইষষ্ঠীকে ঘিরে বাজারে দামের আগুন। আম থেকে লিচু, কাঠাল- দাম ১০০ টাকা ছাড়িয়েছে। আমের সম্ভারে বেশি কল্কে পাচ্ছে চালানি আম। কারণ মালদহ, মুর্শিদাবাদের আমের ফলন এবার কম। ফলে বাজারে এখনও সেভাবে দেশি আমের দেখা নেই। মূলত মজফ্ফপুর, ছোটনাগপুর, মহারাষ্ট্রের আম রাজ করছে। ল্যাংড়া আর হিমসাগর ব্যাগে ভরে বাড়ি ফিরছেন শাশুড়ির দল। 
 

Share this Video

রবিবার জামাইষষ্ঠী। শশুর বাড়ী এসে পাত পেড়ে, কব্জি ডুবিয়ে খাবার দিন জামাইয়ের কিন্তু তার আগে শনিবারের বাজারে অগ্নিমূল্য মাছ, মাংস থেকে শুরু করে ফল মূল শাক সবজি, এমনকি মিষ্টি সব কিছুরই যে আকাশ ছোঁয়া দাম। সাধারণ বাঙালির মাথায় হাত!! এই আকাশ ছোঁয়া দামে কি করে বাজার করবেন তাঁরা? কিভাবে হবে জামাইয়ের আপ্যায়ন?, সাধারণত এই দিনটি বাঙালির ভুঁড়ি ভোজের দিন। আর সেই ভুরিভোজের বাজার করতে গিয়ে কপালে ঘাম ছুটে যাচ্ছে বাঙালির। বিশেষ করে ইলিশ, চিংড়ি, ভেটকি এগুলি তে তো হাত ছোয়ানোর উপায় নেই, কলকাতার গড়িয়াহাট বাজারে প্রায় ২ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার টাকা। বাগদা চিংড়ির দাম ৮০০-১৫০০ টাকা। গলদা চিংড়ি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকা দরে। আবার ছোট ভেটকি মাছ বিক্রি হচ্ছে ৪০০ টাকা দরে। বড় ভেটকি ৬০০ টাকা দরে। মাছ বাজারের মতন হাল মাংসের দোকানেও, মাংসের দাম কিছু দিন আগেই বেড়ে যাওয়ায় মাংসের দোকানে ভিড় কিছু টা কমেছিলো এবং জামাইষষ্ঠীর আগেও কোনো বদল হলো না সেই ভিড়ে। কাটা মুরগি বিক্রি হচ্ছে ২৪০ থেকে।

Related Video