শিক্ষক দিসবের উপহার হোক একটু অন্যস্বাদের, রইল পাঁচটি টিপস

শিক্ষক দিবসের উপহার হোক একটি অন্য রকমপরিকল্পনা করেই সারপ্রাইজ দিন শিক্ষককেদিতে পারেন একটি গানভিডিও কিংবা চিঠির মাধ্যমে খুলে বলুন মনের কথা

Share this Video

প্রতিবছরই শিক্ষক দিবসের উপহার কী হবে তা নিয়ে চিন্তায় থাকেন সকলেই। কিন্তু দোকান থেকে কোনও উপহার কেনার আগে ভেবে দেখুন, উপহার যদি হয় আবেগে, স্মৃতিতে মোড়া, তবে বিষয়টা অনেক বেশি কাছের হয় শিক্ষকদের কাছে। তাই উপহারের দেওয়ার আগে এবার করে ফেলুন পাঁচটি অনবদ্য পরিকল্পনা। 

একটা চিঠি লিখে দিতে পারেন আপনার শিক্ষককে, যেখানে লেখা থাকবে আপনার মনের সব আবেগ। একটা ভিডিও তৈরি করা যেতে পারে, যেখানে বন্ধুরা মিলে বলে ফেলুন শিক্ষকদের সম্পর্কে কিছু কথা। সেগুলো দিয়ে বানিয়ে ফেলুন একটা ছোট তথ্যচিত্র। গাঠ উপহার দেওয়া যেতে পারে, যা আপনার শিক্ষককের দিনের শুরুতা খুব সুন্দর করে তুলবে। দিতে পারেন শিক্ষকদের পড়ানোর কাজে লাগে এমন জিনিসও।

Related Video