চুলের যত্নে ব্যবহার করুন টি ট্রি অয়েলে, এই তেলই দূর করতে পারে চুলের একাধিক সমস্যা

  • টি ট্রি অয়েল একটি প্রাকৃতিক তেল
  • এতে কোনও রাসায়নিক নেই
  • এই তেলের অনেক গুণ রয়েছে
  • চুল ভালো রাখতে টি ট্রি অয়েল বিশেষ কার্যকর
/ Updated: Feb 08 2021, 09:35 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পরিবেশ দূষণের করণে অধিকাংশ মানুষই এখন নানান সমস্যায় ভুগছেন। তার মধ্যে একটি বড় সমস্যা চুলের সমস্যা। আর এই চুল ভালো রাখতেই হিমশিম খাচ্ছে এখন অধিকাংশ মানুষ। পার্লারে না গিয়ে বাড়িতে বসেই চুল ভালো রাখতে সঙ্গী হিসেবে বেছে নিন টি ট্রি অয়েল। অনেক গুণে রয়েছে এই তেলে। টি ট্রি অয়েল চুলের গোড়ায় আটকে থাকা ব্যাকটেরিয়া, ভাইরাস দূর করতে সহায্য করে। এতে কোনও রাসায়নিক নেই, যা চুলের ক্ষতি করতে পারে। তৈলাক্ত চুলের ক্ষেত্রে অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে এই তেল। স্ক্যাল্পের মৃত কোষ দূর করতে সাহায্য করে টি ট্রি অয়েল। যেকোনও ধরনের চুলের ক্ষেত্রেই এই তেল ব্যবহার করা যেতে পারে। শ্যাম্পুর সঙ্গে সামান্য পরিমাণ টি ট্রি অয়েল মিশিয়ে ব্যবহার করুন এতে খুশকির সমস্যায় ভালো ফল পাবেন। চুল তাড়াতাড়ি লম্বা করতে চাইলে নারকেল তেলের সঙ্গে টি ট্রি অয়েল মিশিয়ে ব্যবহার করুন, এতে 'হেয়ার গ্রোথ' বৃদ্ধি পায়। অ্যাভোকাডো এবং দইয়ের একটি পেস্ট তৈরি করে তার মধ্যে মধু ও টি ট্রি-অয়েল মেশান, এটি হেয়ার মাস্কের কাজ করবে যা চুলের অনেক সমস্যাই দূর করে দেবে।