রূপ চর্চায় ব্যবহার করুন কলার খোসা, এতেই মিলবে জেল্লাদার ত্বক

জেল্লাদার সুন্দর ত্বক পেতে কে না চায়। জেল্লাদার ত্বক পেতে সবাই পার্লারে ছুটে যায়। তবে বেশ কিছু ঘরোয়া উপায়ে জেল্লাদার ত্বক পাওয়া সম্ভব। কলার খোসার ব্যবহারে এমন ত্বক পাওয়া সম্ভব।
 

Share this Video

জেল্লাদার সুন্দর ত্বক পেতে কে না চায়। জেল্লাদার ত্বক পেতে সবাই পার্লারে ছুটে যায়। তবে বেশ কিছু ঘরোয়া উপায়ে জেল্লাদার ত্বক পাওয়া সম্ভব। কলার খোসার ব্যবহারে এমন ত্বক পাওয়া সম্ভব। কলার খোসা মুখে দাগ এমনকী ব্রণও দূরতে সাহায্য় করে। কলার খোসা দিয়ে ফেস প্যাক তৈরি করতে ব্যবহার করতে পারেন। কলার খোসা পেস্ট করে তার সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে মুখে, গলায়, পিঠে ভালো করে লাগান, কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে ফেলুন। কলার খোসা পেস্ট করে টক দই মিশিয়ে প্রতিদিন স্নানের আগে লাগিয়ে স্নান করে ফেলুন। এতে ত্বক আরও সুন্দর এবং জেল্লাদার হয়ে উঠবে। কলার খোসার সঙ্গে চিনি এবং ওটমিল মিশিয়ে পেস্ট করে তা স্ক্রাবার হিসাবে ব্যবহার করতে পারেন। কলার খোসা বেটে তারসঙ্গে লেবুর রস মিশিয়ে ফেস প্যাক হিসাবে ব্যবহার করতে পারেন ভালো ফল পাবেন।

Related Video