
Diwali 2025: সেনার পোশাকে Narendra Modi! গোয়ায় দীপাবলির মঞ্চে পাকিস্তানকে ফের ধুয়ে যা বললেন
Diwali 2025: গোয়ায় ভারতের সশস্ত্রবাহিনীর সঙ্গে দীপাবলি পালন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। সেখানে পাকিস্তানকে (Pakistan) ফের ধুয়ে দিলেন মোদী। সোমবার সকালে সেনার পোশাকেই দেখা যায় প্রধানমন্ত্রীকে। ‘আইএনএস বিক্রান্ত-এর নাম শুনেই গোটা পাকিস্তানের রাতের ঘুম উড়ে গিয়েছিল’ ।