
দাম কমছে কোন কোন জিনিসের? মোদীর বিরাট উপহার, GST-তে বিরাট পরিবর্তন!
GST Rate Cuts : GST-তে বিরাট পরিবর্তন! বিরাট ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এখন থেকে জিএসটি'র মাত্র দুটি স্ল্যাব থাকছে। প্রথম স্ল্যাব ৫ শতাংশ এবং দ্বিতীয় স্ল্যাব ১৮ শতাংশ। থাকছে না, ১২ ও ২৮ শতাংশের স্ল্যাব। GST স্ল্যাবের পরিবর্তন হওয়ায় উপকৃত হবেন সাধারণ মানুষ। দাম কমছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। স্বাস্থ্যক্ষেত্রে স্বাস্থ্য বীমার উপর কোন GST থাকছে না। পড়াশোনার জন্য প্রয়োজনীয় জিনিসে থাকছে না GST। ইলেকট্রনিক্স দ্রব্যের উপর GST ২৮% থেকে ১৮% হচ্ছে। গাড়ি ও সরঞ্জামের ক্ষেত্রে GST ২৮% থেকে ১৮% হচ্ছে। কৃষিক্ষেত্রেও বড় ছাড় দেওয়া হল GST-তে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে GST-র নতুন স্ল্যাব।