
BJP News: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক বীরভূমে!। TMC Workers Joining BJP
BJP News: রাজ্যে বিধানসভা ভোটের আগে বীরভূমে (Birbhum) ধাক্কা খেল তৃণমূল (TMC)। দুবরাজপুর বিধানসভার দুবরাজপুর 4 নং মণ্ডলের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের অন্তর্গত বনহরি গ্রামের তৃণমূলের BLA2 দেবাশীষ মন্ডল সহ দশটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যোগদান করেন। বিজেপিতে যোগদান করে তাঁরা দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। তাঁদের প্রত্যেককে ভারতীয় জনতা পার্টি পরিবারে স্বাগত জানান জেলা নেতৃত্ব।