
‘পাকিস্তান থেকে ভারতে এসেছিলাম ভালো ভবিষ্যতের জন্য!’ দেশত্যাগের আদেশে উদ্বিগ্ন পাকিস্তানি নাগরিকরা
Pahalgam Update: কাশ্মীরের (Kashmir) পহেলগাঁও (Pahalgam) কাণ্ডের পর ভাতর (India) সরকার নির্দেশ দিয়েছিল পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার। এর জেরে উদ্বেগে বহু সংখ্যক ভারতে ভিসায় থাকা পাকিস্তানিরা। তাঁরা পাকিস্তানে (Pakistan) ফিরে যেতে প্রস্তুত নন। ‘পাকিস্তান থেকে এসেছি আমাদের বাচ্চাদের ভালো ভবিষ্যতের জন্য’ । ‘আমাদের বাচ্চারা হনুমান চালিশা জানে গীতা জানে’ ।