
Purnam Kumar Shaw: বাড়ি ফিরেই বিরাট মন্তব্য পূর্ণমের, দেখুন কী বলছেন পাক-হেফাজত থেকে মুক্ত BSF জওয়ান
Purnam Kumar Shaw: শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফিরেছেন পাক-হেফাজত থেকে মুক্ত BSF জওয়ান পূর্ণম কুমার সাউ। বাড়ি ফিরেই পূর্ণম জানান তিনি পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন। তিনি আরও জানান দেশবাসীদের সেবা করার জন্যই তাঁকে ট্রেনিং দেওয়া হয়েছিল তিনি আবার যাবেন বর্ডারে।