
'আমেরিকা তার শিকার খুঁজে পেয়ে গিয়েছে', মত প্রতিরক্ষা বিশেষজ্ঞর
america strike on iran: ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার বিষয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সী জানান 'আমেরিকা তার শিকার খুঁজে পেয়ে গিয়েছে'। তিনি পাশাপাশি জানান 'আমেরিকা ইরানের হাল ইরাকের মত করে ছাড়বে'। দেখুন আর কী বলছেন তিনি।