৪৯ ডিগ্রি সেন্টিগ্রেডে গলে গেল হিমবাহ, জলের তোড়ে ভেসে গেল ঐতিহাসিক সেতু

নদীর জলের তোড়ে ভেসে গেল পাকিস্তানের ঐতিহাসিক হাসনাবাদ সেতু। প্রবল তাপপ্রবাহের কারণে একটি হিমবাহ হ্রদের বরফ গলে যায়। স্থানীয় প্রশাসন বাধ্য হয় জল ছাড়তে। সেই জলেরই স্রোতেই ভেঙে যায় বহু পুরনো একটি ব্রিজ।

| Updated : May 11 2022, 08:21 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

জলবায়ুর পরিবর্তনের সাক্ষী থাকল পাকিস্তান। নদীর জলের তোড়ে ভেসে গেল পাকিস্তানের ঐতিহাসিক হাসনাবাদ সেতু। প্রবল তাপপ্রবাহের কারণে একটি হিমবাহ হ্রদের বরফ গলে যায়। স্থানীয় প্রশাসন বাধ্য হয় জল ছাড়তে। সেই জলেরই স্রোতেই ভেঙে যায় বহু পুরনো একটি ব্রিজ। পাকিস্তানের সংবাদপত্র ইন্ডিপেনডেন্টের মতে গিলগিট বালতিস্তান অঞ্চলের সেতুটি বন্যার জলের তোড়ে ভেসে গেছে। আটকে রয়েছে কয়েক হাজার স্থানীয় বাসিন্দা ও পর্যটক। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ আহত হয়নি। পাকিস্তানের মন্ত্রী শেরি রেহমান ১১ মিনিটের একটি ভিডিও শেয়ার করেছেন। তাতেই দেখা যাচ্ছে ভয়ঙ্কর দৃশ্য। ভিডিওটি শেয়ার করার সময় শেরি রেহমান ক্যাপশনে লিখিছেন পাকিস্তানের উত্তরে শিশপার পর্বতের কাছে অবস্থিত শিশপার হিমবাহ গলে গেছে। আর সেই কারণেই কারাকোরাম হাইওয়েপ সেতুটি ভেঙে পড়েছে। ভিডিওতে দেখা গেছে ঐতিহাসিক সেতুর কংক্রিট জলের তোড়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে প্রবল জলের তোড়। স্রোতের ধাক্কায় তাসের ঘরের মত ভেঙে পড়ছে সেতুটি। এই ঘটনার পরই এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আটকে পড়াদের উদ্ধারকাজ শুরু হয়েছে। পাক প্রসাশান জানিয়েছে, হিমবাহ গলে যাওয়ার কারাকোরামের এই এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি জলবিদ্যুৎ প্রকল্প, একাধিক ঘরবাড়ি, কৃষি জমি। জল সরবরাহের চ্যানেলও ধ্বংস হয়ে গেছে। এলাকার উদ্ধারকাজ শুরু করার জন্য জরুরি ভিত্তিতে একটি অস্থায়ী সেতু তৈরি করতে হবে বলেও জানিয়েছে প্রশাসন।

Related Video