এক সময় মেয়েদের হার্টথ্রব ছিলেন, রেখা-মুনমুন সেনের সঙ্গে নামও জড়িয়েছিল ইমরান খানের

এক সময় মেয়েদের হার্টথ্রব ছিলেন ইমরান খান। পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে একজন ছিলেন ইমরান। জনপ্রিয় ক্রিকেটারকে নিয়ে বিতর্কের শেষ নেই। বলা হত যে, ইমরান খান যখন খেলতে নামতেন মেয়েরা তাঁকে দেখার জন্য টিভির সামনে বসে যেত। 

Share this Video

এক সময় মেয়েদের হার্টথ্রব ছিলেন ইমরান খান। পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে একজন ছিলেন ইমরান। জনপ্রিয় ক্রিকেটারকে নিয়ে বিতর্কের শেষ নেই। বলা হত যে, ইমরান খান যখন খেলতে নামতেন মেয়েরা তাঁকে দেখার জন্য টিভির সামনে বসে যেত। ইমরান খান নিজের ক্রিকেট জীবনে বহু বলিউড অভিনেত্রীদের সঙ্গে ডেটেও গিয়েছিলেন বলেও শোনা যায়। ৭০ এবং ৮০ এর দশকে হিন্দি সিনেমার জনপ্রিয় নাম রেখা। এক সময় ইমরান খানের সঙ্গে তাঁর সম্পর্কের কথা শোনা যায়। সুচিত্রা কন্যা মুনমুনও নাকি তাঁর সঙ্গে একসময় সম্পর্কে ছিলেন। শোনা যায়, ইমরান খান মুনমুন সেনকে খুবই পছন্দ করতেন। নিজেদের সম্পর্ক নিয়ে অবশ্য তাঁরা কিছুই বলেননি। বলিউডের অভিনেত্রী শাবানা আজমির সঙ্গেও তাঁর সম্পর্কের কথা শোনা যায়। কিন্তু দু'জনই কখনও নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি। বলিউডের বিখ্যাত অভিনেত্রী জিনাত আমানও ইমরান খানকে ডেট করেছেন বলে শোনা যায়। যদিও, দু'জনই কখনও নিজেদের সম্পর্ক নিয়ে খুলে কথা বলেননি। ইমরান খান পরে ব্রিটিশ নাগরিক জামিমা গোল্ডস্মিথকে বিয়ে করেন। তাঁর সঙ্গে ইমরান খানের ৯ বছরের বৈবাহিক সম্পর্ক ছিল। ২০১৫ সালে ইমরান খান রেহেম খানের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন। এই সম্পর্ক মাত্র ৯ মাস টিকেছিল। ২০১৮ সালে আধ্যাত্মিক গুরু বুশরা মনেকাকে বিয়ে করেন।

Related Video