রিও অলিম্পিক্স শিখিয়েছে অনেক কিছুই, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন চানু -র কোচ

টোকিও অলিম্পিক্সে ভারতে প্রথম পদক এসেছে তাঁর হাত ধরেই। ভারোত্তোলনে রুপো জিতেছেন মীরাবাঈ চানু। তাঁর এই জয় হাসি ফুটিয়েছে ১৩৫ কোটি ভারতবাসীর মুখে। তাঁর এই জয়ের পিছনে যার অবদান সব থেকে বেশি তিনি হলেন চানু -র কোচ বিজয় শর্মা। রিও অলিম্পিকের পরই শুরু হয়ে গিয়েছিল কঠোর প্ররিশ্রম, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনটাই জানালেন চানু -র কোচ। চানু -র রুপো জয়ের পিছনে রয়েছে অনেক স্যাক্রিফাইস। ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয়েছে চানু -কে, জানালেন বিজয় শর্মা। রিও থেকে তবে অনেক কিছুই শেখার ছিল, জানালেন তিনি।

/ Updated: Jul 25 2021, 03:37 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

টোকিও অলিম্পিক্সে ভারতে প্রথম পদক এসেছে তাঁর হাত ধরেই। ভারোত্তোলনে রুপো জিতেছেন মীরাবাঈ চানু। তাঁর এই জয় হাসি ফুটিয়েছে ১৩৫ কোটি ভারতবাসীর মুখে। তাঁর এই জয়ের পিছনে যার অবদান সব থেকে বেশি তিনি হলেন চানু -র কোচ বিজয় শর্মা। রিও অলিম্পিকের পরই শুরু হয়ে গিয়েছিল কঠোর প্ররিশ্রম, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনটাই জানালেন চানু -র কোচ। চানু -র রুপো জয়ের পিছনে রয়েছে অনেক স্যাক্রিফাইস। ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয়েছে চানু -কে, জানালেন বিজয় শর্মা। রিও থেকে তবে অনেক কিছুই শেখার ছিল, জানালেন তিনি।