দ্বিতীয় দফা নির্বাচনে উত্তপ্ত কেশপুর, সংঘর্ষে আহত বহু, গ্রেফতার ১৯

  • দ্বিতীয় দফা নির্বাচনে উত্তপ্ত কেশপুর
  • সেখানে সংঘর্ষে আহত হয় বহু মানুষ
  • খুন হন এক তৃণমূল কর্মীও
  • সেখানেই গ্রেফতার ১৯ জন

Share this Video

বৃহস্পতিবার দ্বিতীয় দফা নির্বাচনে মোট ৩০ আসনে ভোট ছিল। এই নির্বাচনে যে দিকে তাকিয়ে ছিল গোটা রাজ্য তা হল নন্দীগ্রাম। সেখানে দুই হেভিওয়েট প্রার্থীর লড়াই। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে তাঁর বিপরীতে শুভেন্দু অধিকারী। সেই নন্দীগ্রামের কেশপুরই রণক্ষেত্রের চেহারা নেয়। সেখানে সংঘর্ষে আহত হয় বহু মানুষ। খুন হন এক তৃণমূল কর্মীও। পরে সেখানে গ্রেফতার করা হয় ১৯ জনকে।

Related Video