নন্দীগ্রাম পুলিশের বিশেষ উদ্যোগ, শুরু হল দুয়ারে পুলিশ প্রকল্প

  • এবার অভিযোগ দায়ের করার জন্য আর যেতে হবে না থানায়
  • থানার অফিসারই আসবে এবার আপনার এলাকায়
  • নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় চালু হল দুয়ারে পুলিশ প্রকল্প
  • আগামী এক মাস চলবে নন্দীগ্রামে চলবে এই প্রকল্প

Share this Video

এবার অভিযোগ দায়ের করার জন্য আর যেতে হবে না থানায়। থানার অফিসারই আসবে এবার আপনার এলাকায়। নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় চালু হল দুয়ারে পুলিশ প্রকল্প।আগামী এক মাস নন্দীগ্রামের দুটি ব্লকে চলবে এই প্রকল্প। নন্দীগ্রামের দুটি ব্লক মিলিয়ে ১৬টি জায়গায় এই ক্যাম্প হবে। এই প্রকল্পের দ্বারা বহু মানুষ উপকৃত হবেন, এমনটাই মনে করছে সেখানকার প্রশাসন। করোনা কালে মানুষ সহজেই পুলিশের সাহায্য পাবে আর তার জন্য থানায় যেতে হবে না। 

Related Video