Chhath Puja 2021: মন্দা কাটিয়েই জমে উঠেছে ছট পুজোর বাজার, হাসি ফুটেছে বিক্রেতাদের মুখে

গত বছর করোনার (Corona) জেরে ছটের বাজার ছিল মন্দা। এই বার তবে বাজার ভালো হওয়াতে হাসি ফুটেছে বিক্রেতাদের মুখে। মঙ্গলবার সূর্যাস্ত দিয়ে হয় ছটের প্রথম অর্ঘ্য, বুধবার সকালে  সূর্যোদয় দিয়ে সম্পন্ন হয় ছট পুজো (Chhath Puja)। মঙ্গলবার সকাল থেকে রেল শহর আদ্রা সহ জেলার বিভিন্ন বাজারে চোখে পড়ল শেষ মুহূর্তে কেনা বেচার ছবি। ছটের থালায় বিভিন্ন কাচা সবজি সাজিয়ে অর্ঘ্য দেন ছটব্রতীরা। বাজারে সেই সমস্ত সবজির পসরা সাজিয়ে বসা বিক্রেতারা জানাচ্ছেন এই বার প্রথম থেকেই বাজার খুবই ভালো, বিক্রি ভালো হচ্ছে। ওই সমস্ত বিক্রেতাদের দাবি গত বছর করোনার প্রকোপে বাজার ছিল খুবই মন্দা। এইবার তবে বাজার ভালোই, গতবারের ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া যাবে। তবে বাজার করতে আসা ক্রেতারা জানান বাজারে ছটের ডালা সাজানোর সামগ্রী সহ পুজোর অন্যান সামগ্রী সবকিছুরই দাম অত্যন্ত চড়া। বাজারে পছন্দসই জিনিস পত্র কিনতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। অপরদিকে আড়রা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুফান রায় ছট পুজোর শুভকামনা জানিয়েছেন। 

Share this Video

গত বছর করোনার (Corona) জেরে ছটের বাজার ছিল মন্দা। এই বার তবে বাজার ভালো হওয়াতে হাসি ফুটেছে বিক্রেতাদের মুখে। মঙ্গলবার সূর্যাস্ত দিয়ে হয় ছটের প্রথম অর্ঘ্য, বুধবার সকালে সূর্যোদয় দিয়ে সম্পন্ন হয় ছট পুজো (Chhath Puja)। মঙ্গলবার সকাল থেকে রেল শহর আদ্রা সহ জেলার বিভিন্ন বাজারে চোখে পড়ল শেষ মুহূর্তে কেনা বেচার ছবি। ছটের থালায় বিভিন্ন কাচা সবজি সাজিয়ে অর্ঘ্য দেন ছটব্রতীরা। বাজারে সেই সমস্ত সবজির পসরা সাজিয়ে বসা বিক্রেতারা জানাচ্ছেন এই বার প্রথম থেকেই বাজার খুবই ভালো, বিক্রি ভালো হচ্ছে। ওই সমস্ত বিক্রেতাদের দাবি গত বছর করোনার প্রকোপে বাজার ছিল খুবই মন্দা। এইবার তবে বাজার ভালোই, গতবারের ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া যাবে। তবে বাজার করতে আসা ক্রেতারা জানান বাজারে ছটের ডালা সাজানোর সামগ্রী সহ পুজোর অন্যান সামগ্রী সবকিছুরই দাম অত্যন্ত চড়া। বাজারে পছন্দসই জিনিস পত্র কিনতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। অপরদিকে আড়রা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুফান রায় ছট পুজোর শুভকামনা জানিয়েছেন। 

Related Video