গ্রেফতার কেষ্ট, এবার কাঁথিতে বিজেপি কর্মীদের উল্লাস, বিলি করলেন নকুলদানা ও গুড় বাতাসা

গতকাল গরু পাচারকাণ্ডে গ্রেফতার হয়েছে অনুব্রত মণ্ডল, শুভেন্দুর খাসতালুক কাঁথিতে বিজেপি কর্মীরা আনন্দে উল্লাস করে অটো চালক,টোটো চালক ও পরিবহন কর্মীদের হাতে নকুলদানা ও গুড় বাতাসা তুলে দিলেন | 
 

/ Updated: Aug 12 2022, 05:56 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গতকাল গরু পাচারকাণ্ডে গ্রেফতার হয়েছে অনুব্রত মণ্ডল | রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপি কর্মীদের উল্লাস | বাদ গেল না কাঁথির বিজেপি কর্মীরাও | শুভেন্দুর খাসতালুকে এদিন বিজয় উল্লাস দেখা যায় | কাঁথি শহর পরিক্রমা করে আনন্দে উল্লাস করে বিজেপি কর্মীরা | অটো চালক,টোটো চালক ও পরিবহন কর্মীদের হাতে নকুলদানা ও গুড় বাতাসা তুলে দিলেন তারা | অনুব্রত ও তৃণমূলকে নিয়ে নানা রকম শ্লোগান ও তোলে তারা | এক বিজেপি কর্মী জানান রাখি পূর্ণিমার দিনে রাখি পরানোর জন্য  সিবিআই নিয়ে গিয়েছে কেষ্ট কে 
 

Read more Articles on