আরও বিপাকে অনুব্রত, তার দেহরক্ষী সায়গল হুসেনের জামিন নাকচ
আজ চার্জশিট পেশ করার পর আবারও জামিন নাকচ হয় সায়গল হুসেনের,পরবর্তী শুনানি ১৮ ই আগস্ট
গরু পাচার কাণ্ডে আজ চার্জশিট পেশ হয় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হুসেনের | সিবিআই দেখাতে পেরেছে চার কোটি সম্পত্তি রয়েছে সায়গলের | সিবিআই আগে দাবী করেছিল অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর ১০০ কোটি সম্পত্তি | সিবিআই হেফাজতে আর আজ ৬০ দিন পুর্ন হল | গরু পাচার কাণ্ডে আবারো জামিন নাকচ অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হুসেনের | সায়গলের আইনজীবী অনির্বান গুহ ঠাকুরতার এদিন জানান একজন পাবলিক সার্ভেন্ট এর ক্ষেত্রে নিয়ম মানা হচ্ছে না | তিনি আরও জানান অন্য আইনি ব্যবস্থার চিন্তা ভাবনা করছেন তিনি | সায়গল হুসেনের পরবর্তী শুনানি ১৮ ই আগস্ট