প্রকাশ্যে এল মণীশ শুক্লা খুনের সময়ের সিসিটিভি ফুটেজ, এক নজরে দেখে নিন সেই ভিডিও

রবিবার রাতে গুলিবিদ্ধ হয়ে খুন হন মণীশ শুক্লা
টিটাগড় থানার সামনে খুন হন তিনি
এবার সেই ঘটনারই সিসিটিভি ফুটেজ সামনে এল
এক নজরে দেখে নিন সেই সিসিটিভি ফুটেজ

Share this Video

রবিবার রাতে গুলি করে খুন করা হয় বিজেপি নেতা মণীশ শুক্লাকে। টিটিগড় থানার সামনে খুন হন তিনি। তার পর থেকেই শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। এই ঘটনায় বারবার আঙুল উঠেছে তৃণমূলের দিকেই। তাঁর এই খুনের প্রতিবাদে ব্যারাকপুরে ১২ ঘন্টার বনধ ডাকা হয়। বিজেপি নেতা-মন্ত্রীরাও তাঁর খুনের সিবি এই তদন্তের দাবি জানিয়েছেন বারবার। এবার সেই খুনের সিসিটিভি ফুটেজই সামনে এল। যেখানে দেখা যাচ্ছে দু'জন ব্যাক্তি বাইকে করে এসে গুলি চালাচ্ছে তাঁর উপর। এখন ঠিক কি কারণে এমন ঘটনা ঘটল তাঁর তদন্তে নেমেছে পুলিশ। 

Related Video