পাহাড়ের শিশুদের কাছে টেনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আজকের দিনটা আমার কাছে শিশু দিবস
পাহাড়ের শিশুদের কাছে টেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দিলেন উপহার, এরপর দার্জিলিং রাস্তায় বেরিয়ে আচমকাই সবজীর দোকানে দাঁড়িয়ে পড়েন
সোমবার দার্জিলিং সফরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | সেদিন তাঁকে ফুচকা বানিয়ে পরিবেশন করতে দেখা গেল | আজ তিনি পাহাড়ের শিশুদের কাছে টেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় | আজ গুরুপূর্ণিমার দিন, আজ তিনি বললেন, আজকের দিনটা আমি শিশুদের উৎসর্গ করলাম | তিনি বললেন, আজকের দিনটা আমার কাছে শিশু দিবস | এরপর দার্জিলিং রাস্তায় বেরিয়ে আচমকাই সবজীর দোকানে দাঁড়িয়ে পড়েন | আলু, পেঁয়াজ সহ নানা সবজীর কোনটার কী দাম খোঁজ নেন