দুই তৃণমূল কর্মীর বিবাদ ঘিরে চলল বাড়ি ভাঙচুর, তিন সন্তান নিয়ে গোয়াল ঘরেই ঠাঁই হল মহিলা তৃণমূল কর্মী-র

  • দুই তৃণমূল কর্মীর বিবাদ ঘিরে চলল বাড়ি ভাঙচুর
  • জমি নিয়ে গন্ডগোলের জেরেই এমন ঘটনা বলে অভিযোগ
  • ঘটনায় আহত এক মহিলার সন্তান নিয়ে ঠাঁই হয়েছে গোয়াল ঘরে
  • তিন সন্তান নিয়ে গোয়াল ঘরেই দিন কাটছে এখন তাঁর

Share this Video

দুই তৃণমূল কর্মীর বিবাদ ঘিরে চলল বাড়ি ভাঙচুর। জমি নিয়ে গন্ডগোলের জেরেই এমন ঘটনা বলে অভিযোগ। একটি জমি নিয়ে প্রতিবেশী আনোয়ারা বিবির সঙ্গে তার বিবাদ হয়। তাঁরা দু'জনেই তৃণমূল কংগ্রেসের কর্মী। অভিযোগ, আনোয়ারা বিবি দলবল নিয়ে গিয়ে টুম্পা খাতুনের বাড়িঘর ভাঙচুর করে এমনকি তাঁদের মারধর করে বলেও অভিযোগ। বাড়ির মধ্যে থাকা গয়না, আসবাবপত্র, জামাকাপড়, খাদ্যদ্রব্য সব লুটপাট করে নিয়ে চলে যায় বলে দাবি টুম্পা খাতুনের। ঘটনায় আহত এক মহিলার সন্তান নিয়ে ঠাঁই হয়েছে গোয়াল ঘরে। তিন সন্তান নিয়ে গোয়াল ঘরেই দিন কাটছে এখন তাঁর। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার ছোট পারো গ্রামের ঘটনা। ঘটনা ক্ষতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সেখানকার পঞ্চায়েত সদস্য সাজাহান আলি। তবে এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।


Related Video