ঝাড়খন্ডের গালুডি জলাধার থেকে জল ছাড়ার ফলে ফেঁপে উঠেছে সুবর্ণরেখা, বিপদসীমায় বহু এলাকা
একদিকে টানা বৃষ্টি অন্যদিকে ঝাড়খন্ডের গালুডি জলাধার থেকে ছাড়া জল, ফলে জল স্তর বাড়ছে সুবর্নরেখা, ডুলুং, কংসাবতী নদীতে , বিপদসীমায় অবস্থান করছে বহু এলাকা
টানা বৃষ্টির করনে সুবর্নরেখা, ডুলুং, কংসাবতী নদীতে জল স্তর বেড়েছে | তার উপর ঝাড়খন্ডের গালুডি জলাধার থেকে জল ছাড়ার ফলে ফেঁপে উঠেছে সুবর্ণরেখা নদী | নদী পার্শ্ববর্তী নিচু এলাকা বিপদসীমায় অবস্থান করছে | মৎসজীবীদের নদীতে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে | এলাকা পরিদর্শন করছে প্রশাসন, প্রস্তুত মোকাবিলা টিম ও