চলছে দেদার ছাপ্পা ভোট, ক্যামেরা দেখেই দৌড় এক ভুয়ো ভোটারের

আসানসোল পুরসভার উপনির্বাচনের সময় প্রকাশ্যে চলছে  ছাপ্পা ভোট, সাংবাদিকের ক্যামেরা দেখেই  দৌড় দিল এক ভুয়ো ভোটার 

/ Updated: Aug 21 2022, 10:04 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

চলছে আসানসোল পুরসভার উপনির্বাচন | ৬ নম্বর ওয়ার্ডের ১১ নম্বর বুথে চলল দেদার ছাপ্পা ভোট | সাংবাদিকের ক্যামেরা দেখেই দৌড় দিল এক ভুয়ো ভোটার | আবার একসাথে দুজন কেও ভোট দিতে দেখা গেল | তৃণমূল শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বলে দাবি করছে | যদিও বিজেপি তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে বুথ দখলের  অভিযোগ এনেছে