চোখের জলে বিদায় শহীদ জওয়ান প্রীতম দত্ত-কে

চোখের জলে বিদায় শহীদ জওয়ান প্রীতম দত্ত-কে। গত ২৯শে জুন মনিপুরে ধসের কবলে পরে একটি মিলিটারি ক্যাম্প। রাজ্যের ১১ জন জওয়ান শহীদ হন। আজ শহীদ প্রীতম দত্তের কফিন বন্দী দেহ ফেরে বালিয়ার বাড়িতে। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় মর্যাদার সাথে সৎকার করা হয়।

Share this Video

চোখের জলে বিদায় শহীদ জওয়ান প্রীতম দত্ত-কে। গত ২৯শে জুন মনিপুরে ধসের কবলে পরে একটি মিলিটারি ক্যাম্প। রাজ্যের ১১ জন জওয়ান শহীদ হন। আজ শহীদ প্রীতম দত্তের কফিন বন্দী দেহ ফেরে বালিয়ার বাড়িতে। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় মর্যাদার সাথে সৎকার করা হয়।

Related Video