Mal Bazar Heroes : মালবাজারের হরপা বান থেকে মানুষদের উদ্ধার করা ১১ জন যুবককে সংবর্ধনা

৫ই অক্টোবর বিজয়া দশমীর দিন মাল নদীতে হরপাবানের কবলে পরে অগনিত মানুষ, এলাকার ১১ জন তরতাজা যুবক নিজেদের কথা না ভেবে ঝাঁপ দেন নদীতে, বহু মানুযের প্রাণ বাঁচায় তারা । আজ এক সেচ্চাসেবী সংস্থার তরফ থেকে ১১ জন যুবককে সংবর্ধনা দেওয়া হয় 

Share this Video

বিজয়া দশমীর দিন মাল নদীতে হরপাবানের কবলে পরে অগনিত মানুষ | অসংখ্য মানুষ ভেসে যান দুর বহু দুরে | এলাকার ১১ জন তরতাজা যুবক নিজেদের কথা না ভেবে ঝাঁপ দেন নদীতে | বহু মানুযের প্রাণ বাঁচায় তারা | আজ এক সেচ্চাসেবী সংস্থার তরফ থেকে ১১ জন যুবককে সংবর্ধনা দেওয়া হয় | ভাস্কর সরকার নামে এক ব্যাক্তি জানালেন সেই দিনের অভিজ্ঞতার কথা | 

Related Video