'প্রথম স্ট্রোক পার্থ, দ্বিতীয় স্ট্রোক কেষ্ট, তৃতীয় স্ট্রোক হলে দল কোমায় চলে যাব'- দিলীপ ঘোষ

ঘাসফুল শিবিরকে কটাক্ষ দিলীপ ঘোষ-এর। সোমবার মেদিনীপুরে বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ বলেন, 'ভাইপো বলছেন দলের স্বচ্ছ ভাবমূর্তি দরকার। পিসি বলছেন কেষ্ট ছাড়া চলবে না।' 'ওঁদের নেতারা এখন উত্তেজিত হয়ে মারবেন, পিটবেন বলছেন'। 'জামা কাপড় ছাড়াই দৌড়তে হতে পারে। শ্রীলঙ্কার মতো অবস্থা হবে।  মানুষে ক্ষেপে রয়েছে।' এখনই এই অবস্থা তৃণমূলের। মাত্র দুটো স্ট্রোক হয়েছে। প্রথম স্ট্রোক পার্থ, দ্বিতীয় স্ট্রোক কেষ্ট। তৃতীয় স্ট্রোক হলে দল কোমায় চলে যাবে।'

Share this Video

ঘাসফুল শিবিরকে কটাক্ষ দিলীপ ঘোষ-এর। সোমবার মেদিনীপুরে বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ বলেন, 'ভাইপো বলছেন দলের স্বচ্ছ ভাবমূর্তি দরকার। পিসি বলছেন কেষ্ট ছাড়া চলবে না।' 'ওঁদের নেতারা এখন উত্তেজিত হয়ে মারবেন, পিটবেন বলছেন'। 'জামা কাপড় ছাড়াই দৌড়তে হতে পারে। শ্রীলঙ্কার মতো অবস্থা হবে। মানুষে ক্ষেপে রয়েছে।' এখনই এই অবস্থা তৃণমূলের। মাত্র দুটো স্ট্রোক হয়েছে। প্রথম স্ট্রোক পার্থ, দ্বিতীয় স্ট্রোক কেষ্ট। তৃতীয় স্ট্রোক হলে দল কোমায় চলে যাবে।'

Related Video