Weather forecast: বঙ্গে আরও পারদ নামার সম্ভাবনা, জানাল আবহাওয়া দফতর

টানা বৃষ্টির পর অবশেষে স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর (Alipore Meteorological Department)। মঙ্গলবার থেকে আকাশ পরিস্কার হওয়ার সম্ভাবনা (weather forecast) রয়েছে বঙ্গে। সোমবার তবে বেশ কিছু জয়গায় বৃষ্টির (Rain) পূর্বাভাস। আগামী চার-পাঁচ দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জায়গায় শুষ্ক আবহাওয়া থাকবে, জানাল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি না হলেও মঙ্গলবার থেকেই বঙ্গে আরও পারদ নামার সম্ভাবনা (winter)। রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমবে আগামী তিন থেকে চারদিন। তামিলনাড়ু (Tamilnadu) উপকূলে নিম্নচাপের প্রভাব কমার সম্ভাবনা। নিম্নচাপের প্রভাব কমার ফলে উত্তর-পশ্চিম দিকে হাওয়ার প্রভাব বাড়বে ও জলীয় বাষ্পর প্রভাব বাতাসে কমতে শুরু করবে। আগামী তিন-চার দিন রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। মেঘলা হওয়ার (cloudy weather) জন্য দিনের তাপমাত্রা কমে গিয়েছিল সেটা আবার একটু বাড়বে। 

/ Updated: Nov 15 2021, 09:13 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

টানা বৃষ্টির পর অবশেষে স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর (Alipore Meteorological Department)। মঙ্গলবার থেকে আকাশ পরিস্কার হওয়ার সম্ভাবনা (weather forecast) রয়েছে বঙ্গে। সোমবার তবে বেশ কিছু জয়গায় বৃষ্টির (Rain) পূর্বাভাস। আগামী চার-পাঁচ দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জায়গায় শুষ্ক আবহাওয়া থাকবে, জানাল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি না হলেও মঙ্গলবার থেকেই বঙ্গে আরও পারদ নামার সম্ভাবনা (winter)। রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমবে আগামী তিন থেকে চারদিন। তামিলনাড়ু (Tamilnadu) উপকূলে নিম্নচাপের প্রভাব কমার সম্ভাবনা। নিম্নচাপের প্রভাব কমার ফলে উত্তর-পশ্চিম দিকে হাওয়ার প্রভাব বাড়বে ও জলীয় বাষ্পর প্রভাব বাতাসে কমতে শুরু করবে। আগামী তিন-চার দিন রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। মেঘলা হওয়ার (cloudy weather) জন্য দিনের তাপমাত্রা কমে গিয়েছিল সেটা আবার একটু বাড়বে।